পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করায় নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু । বন্ধুত্বের কথা জিজ্ঞেস করলে বেশিরভাগ মানুষই বাল্যকালের বন্ধুত্বের কথাই উল্লেখ করে থাকেন। কারণ সেই সময়ের বন্ধুত্বটা হয় নিছক বন্ধুত্বের জন্য—কোনো স্বার্থের মোহে নয়। খেলার সাথি থেকে শুরু করে বিপদে আপদে, সুখে দুঃখে, মাঠে ময়দানে, স্কুল কলেজের বারান্দায় সময় কাটিয়ে এমনকি জীবনের নানান বাঁকে বাঁকে পরিচয় হওয়া মানুষের সঙ্গে হয় বন্ধুত্ব। তবুও সবচেয়ে বেশি মনে পড়ে বাল্যকালের খেলার সাথিদেরই। মনের অজান্তেই সেই বন্ধুত্ব তৈরি হয় চোখের অন্তরাল হলেও মনের ফ্রেমে, কল্পনায় উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে সেই স্মৃতিময় দিনগুলো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা বাস্তবতার কারণে মানুষের মাঝে দূরত্ব তৈরি হয়। কিন্তু মনের কোণে লুকিয়ে থেকে যায় সেই সুপ্ত প্রীতি ভালোবাসা। জীবনের শেষ প্রান্তে এসেও ভুলা যায় না সেই সম্পর্ক । অনন্তকাল ভালোবাসার বন্ধনে মজবুত হয়ে থাকুক আমাদের বন্ধুত্বের বন্ধন।
বন্ধুত্ব হলো বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতা দিয়ে তৈরী একটি পবিত্র সম্পর্ক । বন্ধু হল মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক । স্ব-স্ব ক্ষেত্রে কীর্তিমান, গুণী, চিন্তাবিদ, সাহিত্যিক, সমাজব্রতী ইত্যাদি নানা ক্ষেত্রের বন্ধুদের সৃজনচর্চার মিলনমঞ্চ হয়ে উঠবে আমাদের এই গ্রুপ । স্বভূমিতে, স্বদেশের দুস্থ বা বিপদগ্রস্থ মানুষের সব দুর্যোগ দুর্বিপাকে পাশে গিয়ে দাড়াবো আমরা । একটি বৃহৎ পরিবার হয়ে আমরা এখানে একান্ত কিছু সময় কাটাতে পারবো এবং আমাদের আনন্দ বেদনা ভাগাভাগি করে নিতে পারবো দিনশেষে . . . ।
#বন্ধুত্ব বেঁচে থাকুক চিরকাল